Logo
Logo
×

রাজস্ব

রাজস্ব বোর্ডের দুর্নীতিবাজদের অপসারণের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:২৮ পিএম

রাজস্ব বোর্ডের দুর্নীতিবাজদের অপসারণের দাবি

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে ব্যবসায়ীবান্ধব করার দাবি জানিয়েছে ব্যবসায়ী সমাজ। 

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে এ দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন ক্ষুব্ধ ব্যবসায়ী নেতারা। 

বিক্ষোভে অংশ নেন এফবিসিসিআই, বিজিএমই, বিকেএমইএ, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা।

এ সময় তারা এনবিআরের চেয়ারম্যানের পাশাপাশি বোর্ডের মেম্বার হোসেন আহমেদ ও  মাসুদ সাদিক এবং কর সচিব শহীদুজ্জামানকে অপসারণের দাবি জানান।

ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সরকারের আমলে বিভিন্ন আমদানি-রপ্তানি ফাইলে স্বাক্ষর করার জন্য ব্যবসায়ীদের জিম্মি করার জন্য দুই হাতে টাকা কামিয়েছে। তাদের মোটা অঙ্কের টাকা ঘুস না দিলে ফাইলে স্বাক্ষর করত না। 

এফবিসিসিআইয়ের পরিচালক রুহুল আমিন খন্দকার বলেন, আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিই, ভ্যাট দিই, ইনকাম ট্যাক্স দিই। আমাদের ট্যাক্সের টাকায় দেশের উন্নয়ন হয়। অথচ এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা আমাদের ওপর হয়রানি করে আসছে। তারা সরকারকে কম টাকা দিয়ে তাদের পকেট ভরেছে। অবিলম্বে তাদের প্রত্যাহার চাই এবং শাস্তি দাবি করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম