Logo
Logo
×

আইটি বিশ্ব

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২৫ বাংলাদেশ পর্বের ঘোষণা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২৫ বাংলাদেশ পর্বের ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) টানা ১২তম বারের মতো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২৫ বাংলাদেশ পর্বের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি রাজধানীর বেসিস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা-এ ৯টি বিভাগীয় শহরে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিক ঘোষণার পরপরই অনলাইন নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির, সদস্য ইমরুল কায়েস পরাগ, মোস্তাইন বিল্লাহ, এএইচএম রোকমুনুর জামান রনি এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান ও আরিফুল হাসান অপু।

প্রতিযোগিতার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ, সেমিনার এবং অনলাইন ডাটা বুট ক্যাম্প আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের বিশেষজ্ঞ মেন্টর এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে, যাতে তারা উদ্ভাবনী সমাধান তৈরি করতে পারে।

বেসিস চেয়ারম্যান রাফেল কবির বলেন, ‘বাংলাদেশের উদ্ভাবনী শক্তি বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা এর আগেও চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, এবারও তারা মেধার স্বাক্ষর রাখবে।’

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিশ্বব্যাপী ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, উদ্যোক্তাদের একত্রিত করে বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে। এবার বাংলাদেশের ২ লাখ শিক্ষার্থীকে এতে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম