Logo
Logo
×

জাতীয়

পলকপন্থি চক্রের থাবায় বন্ধ হয়ে গেছে প্রায় সরকারি ওয়েবসাইট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৬:৪৮ পিএম

পলকপন্থি চক্রের থাবায় বন্ধ হয়ে গেছে প্রায় সরকারি ওয়েবসাইট

বন্ধ হয়ে গেছে দেশের সরকারি সব ওয়েবসাইট। ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না এসব ওয়েবসাইটে। কোন সেবাতো পাওয়া যাচ্ছেই না সঙ্গে মিলছে না কোনো তথ্যও। 

আইসিটি বিভাগের একাধিক সূত্র বলছে এর পেছনে সদ্য সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকপন্থি চক্রের হাত রয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ আসতে থাকে ব্যবহারকারীদের পক্ষ থেকে। যুগান্তরের পক্ষ থেকেও বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। 

খোদ আইসিটি বিভাগ, আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ওয়েবসাইট অচল। এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। 

মূলত ওয়েবসাইটে বিষয়গুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এস্পায়ার টু ইনোভেট (এটুআই) দেখভাল করে উল্লেখ করে আইসিটি সচিব সামসুল আরেফিন যুগান্তরকে জানান, ওয়েবসাইটগুলো পুনরায় সচল করতে কাজ চলছে। 

তিনি বলেন, ওয়েবসাইটগুলোতে কিছু সাইবার অ্যাটাক হয়েছিল। সব ঠিকঠাক করে দ্রুত সেগুলো সচল করতে কাজ চলছে। যদিও এটুআই এর দাবি, রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রয়েছে ওয়েবসাইটগুলো। 

জানা যায়, দেশের সরকারি ওয়েবসাইটগুলো ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত। বিষয়টির কারিগরি দিকগুলো দেখভাল করে এটুআই। তবে এটুআইয়ের নিজস্ব ওয়েবসাইটই ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত না। ফলে প্রায় সব সরকারি ওয়েবসাইট অচল থাকলেও সচল রয়েছে এটুআইয়ের ওয়েবসাইট। 

সূত্র বলছে, আইসিটি বিভাগ এবং এটুআইতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুগত হিসেবে পরিচিত কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ছিল ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের কারিগরি বিষয়গুলো। তারাই এখন ওয়েবসাইটগুলো বিকল করে রেখেছেন। 

তবে এটুআইয়ের কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সল মঙ্গলবার বিকালে যুগান্তরকে বলেন, ওয়েবসাইটগুলোর মেইনটেন্যান্সের (রক্ষণাবেক্ষণ) কাজ চলছে। দ্রুতই সচল হয়ে যাবে। 

আরেকটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, সরকারি ওয়েবসাইটগুলো থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বাণী এবং এধরনের অন্যান্য কনটেন্ট সরানো হচ্ছে। সেগুলো সরিয়ে দ্রুত ওয়েবসাইট সচল করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম