Logo
Logo
×

আইটি বিশ্ব

টুইটে আবেগঘন মাস্ক

লিখলেন জীবন যুদ্ধের গল্প

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লিখলেন জীবন যুদ্ধের গল্প

জীবনে কঠিন কোনো পরিস্থিতির মুখে পড়তে, করতে হয়নি কোনো রকম সংগ্রাম। বলা যায় সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন ইলন মাস্ক। সম্প্র্রতি টুইটার প্রধানকে নিয়ে এমন নানা তথ্য ছড়িয়ে পড়েছে অনলাইনে। যা নিয়ে আবগে ঘন হয়ে পড়েছেন টেসলা প্রধান। জানিয়েছেন, তার বাবার কোনোদিনই কোনো পান্নার খনি ছিল না। সেই সঙ্গে নিজের জীবনযুদ্ধের কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, জীবনে কখনোই খুব দামি উপহার পাননি তিনি। শুধু তাই নয়, স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পরই বাবা আর হাত খরচ দিতেন না। মাস্ক টুইটারে লেখেন, ‘খুব সাদামাটাভাবেই বড় হয়েছি।’

মধ্যবিত্তের মতোই ছিল পরিবারের আয়। তবে ছোটবেলাটা তেমন আনন্দেরও ছিল না। এক কামরার ফ্ল্যাটে মেঝেতেও ঘুমাতে হয়েছে বহুদিন। কারও থেকে কোনো দামি উপহারও নিইনি।’

মাস্ক এও জানান, তার বাবার একটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি ছিল। ২০-৩০ বছর তা ভালোই চলেছিল, তবে তারপর জোর ধাক্কা খায় ব্যবসা। দেউলিয়া হয়ে গিয়েছিলেন মাস্কের বাবা। একটা সময় তার ও তার ভাইয়ের উপার্জনেই সংসার চালাতেন বাবা।

তবে বাবার প্রতি তিনি কৃতজ্ঞ। কারণ তার থেকে কাজ শিখেই নিজের পায়ে দাঁড়িয়েছিলেন মাস্ক। তারপর ধীরে ধীরে পরিশ্রম আর একাগ্রতার মধ্যে দিয়ে আজ এ উচ্চতায় পৌঁছে গিয়েছেন তিনি। নিজের কঠিন দিনের কথা তুলে ধরে এভাবেই ট্রোলারদের জবাব দিয়েছেন টুইটার সিইও। অনেকেই বলছিলেন, দক্ষিণ আফ্রিকায় নাকি পান্নার খনি রয়েছে ধনকুবের মাস্কের বাবার। কিন্তু মাস্ক টুইট করে দাবি করেছেন, এমন কোনো খনির বিষয়ে তার জানা নেই। এমনকি তিনি বহুকাল বিশ্বাস করতেন যে, জাম্বিয়ায় একটি পান্নার খনির শেয়ার রয়েছে তার বাবার। কিন্তু পরে তিনি জানতে পারেন, এমন কোনো খনির অস্তিত্বই নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম