Logo
Logo
×

শেষ পাতা

বুকার পেলেন বুলগেরিয়ান লেখক

Icon

যুগান্তর ডেস্ক 

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বুকার পেলেন বুলগেরিয়ান লেখক

গোসপোদিনভ ও রোডেল

এ বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ ও যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলা রোডেল।

বুলগেরিয়ান ভাষায় লেখা ‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য এর লেখক গোসপোদিনভ ও উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুবাদ করার জন্য রোডেল উভয়ই বুকার পুরস্কারে ভূষিত হয়েছেন।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বুলগেরিয়ান সাহিত্যের কোনো উপন্যাস বুকার পুরস্কার পেল। খবর-দ্য গার্ডিয়ানের। 

লন্ডনের স্কাই গার্ডেনে মঙ্গলবার রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়। বুকার পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। পুরস্কারের এই অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে ভাগাভাগি হবে।
‘টাইম শেল্টার’ উপন্যাসটি পরীক্ষামূলক আলঝেইমারের চিকিৎসা দেয় এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে লেখা হয়েছে। উপন্যাসটির কাহিনি রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগৎকে ক্ষুদ্রতম বিবরণে পুনর্নির্মাণ করার প্রক্রিয়া নিয়ে। যেখানে অতীত বর্তমানকে আক্রমণ করতে শুরু করে। ১৯৬৮ সালের ৭ জানুয়ারি বুলগেরিয়ার ইয়াম্বোলে জন্মগ্রহণ করেন ঔপন্যাসিক ও কবি গোসপোদিনভ। সোফিয়া বিশ্ববিদ্যালয়ে বুলগেরিয়ান ভাষাতত্ত্বে পড়াশোনা করেছেন তিনি। গোসপোদিনভ হলেন আন্তর্জাতিকভাবে সবচেয়ে প্রশংসিত আধুনিক বুলগেরিয়ান লেখক। তার লেখা বিশ্বের ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। ‘টাইম শেল্টার’ গোসপোদিনভের তৃতীয় উপন্যাস। অনুবাদক রোডেল মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে বুলগেরিয়াতে থাকেন তিনি। তার কবিতা ও গদ্য অনুবাদ অনেক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। বুলগেরিয়ান সংস্কৃতিতে অবদানের জন্য ২০১৪ সালে বুলগেরিয়ার নাগরিকত্ব পান তিনি। যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত ইংরেজিতে লেখা বা অনূদিত উপন্যাস প্রতিবছর বুকার পুরস্কারের জন্য বিবেচিত হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম