নির্বাচনের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ আসতে পারবে না
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মাটিতে কোনো দিনই ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, একদিকে আন্দোলন চলছে আরেকদিকে ২৭ দফাভিত্তিক কাজগুলো আমরা করে যাচ্ছি। এক পর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন ছিল সে আন্দোলনে আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাদের সবার আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি।
তিনি বলেন, তারেক রহমানের চিন্তা-চেতনা সব দল-মতকে একত্রিত করার ও অভীষ্ট লক্ষ্যে পৌঁছার ৩১ দফার মধ্যে ধীরে ধীরে সম্ভব হয়ে উঠেছিল এবং আন্দোলনও বেগবান হয়েছিল। সেই আন্দোলনটি এক দফায় রূপ নেয়। সেই ভিত্তিতেই শেখ হাসিনার পতন হয়েছে। এ আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। মামলা খেয়েছেন, গুম খুন হয়েছেন; কিন্তু তারপরও আমরা কখনো পিছু হটিনি। আদাজল খেয়ে আমরা মাঠে পড়েছিলাম।
এ্যানী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে চিন্তাধারণা, সেটি এক সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে দিয়েছেন। যেটি এক সময় বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছেন। বাস্তবে ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্যে দিয়ে এবং সব রাজনৈতিক দলমত একত্রিত করে এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এ বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না।
প্রশিক্ষণ কর্মশালায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির পদস্থ নেতারা আলোচনায় অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালার শেষপ্রান্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার পাঁচটি উপজেলা ও ৫২টি ইউনিয়নের ৫১০ জন নেতাকর্মী অংশ নেন।
