Logo
Logo
×

রাজনীতি

ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ: নাহিদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম

ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ: নাহিদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সবাই সবার মতপ্রকাশ করতে পারছি। তবে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেব না, সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ।

রোববার (২০ এপ্রিল) খেলাফত মজলিসের সঙ্গে আন্তদলীয় আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এসব কথা বলেন।

গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করছে। এই অবস্থায় কোনোভাবেই যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে তাই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার শেষে নির্বাচন, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন স্থগিত, জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতিসহ আটটি বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে খেলাফত মজলিস।

আর খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেয়ার পক্ষে খেলাফতে মজলিস।

নাহিদ ইসলাম এনসিপি আওয়ামী লীগ খেলাফত মজলিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম