
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে রাজধানীতে ছাত্রশিবিবের বিক্ষোভ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

আরও পড়ুন
গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ এপ্রিল) বিকাল তিনটায় শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে মৎস্য ভবন ও জাতীয় প্রেসক্লাব হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ ছাড়াও ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার সভাপতি, সেক্রেটারিসহ হাজারও নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।