
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
দখলদার ইসরাইলের বর্বর গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও ফিলিস্তিনে চলমান নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বিক্ষোভ করেছে।
ঢাকা জেলা উত্তরের
উদ্যোগে সোমবার বাদ আসর এই কর্মসূচির আয়োজন করা হয়। সাভার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে
শুরু হয়ে মিছিলটি সাভার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্বক
সংহতি সমাবেশে ঢাকা জেলা উত্তর হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আযমের সভাপতিত্বে সঞ্চালনা
করেন মাওলানা মাহফুয হায়দার কাসেমী।
সমাবেশে প্রধান
অতিথি হিসেবে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং আন্তর্জাতিক
মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস মাওলানা মুহিউদ্দীন
রাব্বানী।
মাওলানা মুহিউদ্দীন
রাব্বানী বলেন, ‘গাজায় ইসরাইল যে নারকীয় গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব বিবেক
আজ নিঃশব্দ। এই নীরবতা ভাঙতে হবে আমাদেরই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান
জানাচ্ছি—জাতিসংঘের সাধারণ পরিষদে লিখিত আপত্তি প্রস্তাব উত্থাপন করুন। পাশাপাশি পূর্বের
ন্যায় পাসপোর্টে ইসরাইলের বর্জননীতি পুনর্বহাল ও বাংলাদেশে ইসরাইলি পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ
করুন।’
তিনি আরও বলেন,
‘আমরা ফিলিস্তিনের পাশ্ববর্তী মুসলিম রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি—ইসরাইলকে
আর কোনোভাবে আকাশসীমা ব্যবহার করতে দেওয়া যাবে না। বিশেষ করে মিসরের প্রতি আহ্বান,
সুয়েজ খাল ব্যবহার ইসরাইলের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করুন।’
সভাপতির বক্তব্যে
মাওলানা আলী আযম বলেন,‘আজ ফিলিস্তিনে রক্ত ঝরছে, আগুন জ্বলছে। আমাদের ঈমানি দায়িত্ব
হলো—ইসরাইলের সব পণ্য সম্পূর্ণভাবে বর্জন করে তাদের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা। বাংলাদেশের
তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান— ইসরাইলি ও মিত্রপুষ্ট কোনো পণ্য যেন আমাদের ঘরে
প্রবেশ না করে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—মাওলানা আব্দুল্লাহ (ব্যাংক কলোনি মাদরাসা), মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা তাফাজ্জুল হক মানিকগঞ্জী, মাওলানা আলী আকরাম, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মাওলানা মাহবুব গোলজার, মাওলানা আশিকুর রহমান মাদানী, মাওলানা ফয়যুল্লাহ আযমী ও মাওলানা আহসানুল্লাহ প্রমুখ।
সমাবেশ শেষে
মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে।