
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১২:৩১ এএম
ইসরাইলের গুন্ডারা গাজায় মুসলমানদের নির্বিচারে হত্যা করছে

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্বিচারে ইসরাইলি হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। সোমবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনতা।
মিছিলে নেতৃত্ব দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান, নাগরিক কমিটির নেতা এসবি জুয়েল, মাসুমূল বারি কাউসার, জায়েদ, রুবেল, লতা সরকার, ইম্পা, অনন্যা, রাসেল প্রমুখ।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান বলেন, আমরা দেখতে পাচ্ছি- ইসরাইলের গুন্ডা ও বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদের গাজায় নির্বিচারে হত্যা করছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি করছি- দ্রুত সময়ের মধ্যে জাতিসংঘের কাছে ফিলিস্তিনদের রক্ষায় কার্যকর ভূমিকা পালন করুন।
তিনি আরও বলেন, সারা বিশ্বের মুসলমানদের ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এনসিপির বিক্ষোভ মিছিলটি কান্দিরপাড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুরো কুমিল্লা মহানগরীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে নেমে পড়েন।