
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০১:০৯ এএম
মুলাদীতে ব্যারিস্টার ফুয়াদের মতবিনিময় সভা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম

বরিশালের মুলাদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার দুপুর ১২টায় মুলাদী প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন তিনি।
এতে সভাপতিত্ব করেন মুলাদী প্রেস ক্লাবের সহ-সভাপতি নজিবুর রহমান ভূঁইয়া কামাল।
সভায় বক্তব্য রাখেন- বরিশাল জেলা এবি পার্টির আহ্বায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী মো. রাব্বী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আরাফাত, এবি পার্টির বরিশাল জেলা ছায়া সংসদ সম্পাদক ডা. মো. তানভীর হোসেন, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমানুল্লাহ খান নোমান, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুর রহিম, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রোকন মোল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- এবি পার্টির নেতা মো. ফজলুল হক শান্ত, মো. শাহীন আলমসহ উপজেলার সাংবাদিক ও স্থানীয় নেতারা।
সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এবি পার্টি দেশে সমস্যা সমাধানের রাজনীতি করেছে। পৈত্রিকসূত্রে প্রাপ্ত রাজনীতি থেকে বেরিয়ে জনগণের কল্যাণে রাজনীতি করার কাজ চলছে। দলের পূর্ববর্তী নেতা কী করেছেন সেটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং বর্তমানে মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে কাজ করতে হবে।