
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০১:০৯ এএম
সারজিস-জারা ফেসবুক তর্ক, যা বলছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
এনসিপি, যার পুরো নাম-ন্যাশনাল সিটিজেন পার্টি-এরা নতুন করে খোলা কয়েক মাস বয়সি এক রাজনৈতিক দল। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল যারা, মূলত এমন ছাত্র নেতৃত্বের উদ্যোগে তৈরি এক রাজনৈতিক দল এটি। সব রাজনৈতিক উদ্যোগ বা দলের যেমন কিছু বৈশিষ্ট্য থাকে, এদেরও আছে। বিশেষ করে যা আগে অন্য রাজনৈতিক দলে দেখা যায়নি, এমন বৈশিষ্ট্য এদের মধ্যেও আছে। থাকাটাই স্বাভাবিক! মানুষ এমনটি আশাও করে, গড়ে ২৫-৩০ বছরের আশপাশের তরুণ বা রাজনৈতিক কর্মীদের মধ্যে নতুন সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ অন্তত কিছু তারা দেখবে বলে। কিন্তু তাই বলে প্রকাশ্য বাগ্বিতণ্ডা!
গত ৩০ মার্চ দৈনিক যুগান্তরে সম্পাদকীয় কলামে নতুন রাজনৈতিক দল এনসিপির সমসাময়িক কার্যক্রম বর্ণনা দিয়ে এসব কথা লেখেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস।
গৌতম দাস লেখেন, এনসিপির এক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এর শীর্ষনেতাদের প্রকাশ্যে বাগ্বিতণ্ডা, তা-ও একেবারে লিখে করা সেসব বিতণ্ডা! ফেসবুক-সোশ্যাল মিডিয়ার যুগে তারা প্রকাশ্যে একে অন্যের অবস্থানকে বিরোধিতা/নাকচ করে বা কখনো একে অন্যকে ভিন্ন ব্যাখ্যা/ইন্টারপ্রিটেশন দিয়ে হাজির হচ্ছেন। যেমন সাম্প্রতিক এমন কয়েকটি ঘটনার একটা হলো, সেনাপ্রধান নিয়ে হাসনাত আবদুল্লাহর রাতদুপুরে প্রকাশিত বক্তব্যকে বিরোধিতা বা ভিন্নভাবে ব্যাখ্যা করে দেওয়া পরদিন সারজিস আলমের দেওয়া আরেক বিবৃতি। তারা উভয়েই দলের মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চলের) বলে প্রকাশিত; যা দেখে মনে হয়, দলের প্রেসিডেন্ট/সেক্রেটারির পরেই এদের দলীয় পদের অবস্থান গুরুত্বপূর্ণ; ফলে তারা শীর্ষনেতা। কিন্তু তারা একে অপরের অবস্থান বা বক্তব্যের বিরোধিতা করে স্ট্যাটাস দিচ্ছেন, যেটি শীর্ষনেতার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় একেবারেই!
আর লেটেস্ট হলো সারজিস-জারা ফেসবুক তর্ক
সারজিস সম্প্রতি এক স্ট্রিট-শোতে শ’-এর ওপর গাড়ি নিয়ে পঞ্চগড়ে নিজ ইলেকশনি শোডাউনে গিয়েছেন। এতে অনেকেই অভিযোগ তুলেছে, এটি তো লীগ বা বিএনপির দলবাজি-চাঁদাবাজির আরেকটি প্রদর্শন হলো! সেই একই বৃত্তে! তাহলে লাভ কী? কিন্তু আমি এমন পাবলিক প্রতিক্রিয়ার কথা বলছি না, বলছি এর চেয়েও মারাত্মক কিছু নিয়ে।
ডা. তসনীম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব বলে পরিচিত। প্রথম আলো এক রিপোর্ট করেছে, শিরোনাম, ‘পঞ্চগড়ে সারজিসের গাড়িবহর নিয়ে ‘পরিষ্কার ব্যাখ্যা’ চাইলেন এনসিপি নেত্রী তাসনীম জারা’। বলে রাখা ভালো, আজকাল আরেক উলটা ট্রেন্ড শুরু হয়েছে-ফেসবুক স্ট্যাটাস থেকে প্রিন্ট মিডিয়া তা পরে নিউজ করছে! মজা না, সত্যি অনেক মজা! চারদিকে ফেসবুকের জয়জয়কার! রাজনৈতিক দল, মেইনস্ট্রিম মিডিয়া ইত্যাদি কিছুরই যেন আর দরকার নেই! ভূমিকা বদল হয়ে গেছে; তাই এখন সবকিছুই ফেসবুকে আর প্রকাশ্যে! অনেক উন্নতি হয়েছে আমাদের!