
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
জাতীয় স্মৃতিসৌধে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম

আরও পড়ুন
মহান স্বাধীনতা দিবসে জাকের পার্টি মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেছে। একই সঙ্গে দেশব্যাপী জেলা ও মহানগরে পুস্পস্তবক অর্পণ করে দলটি।
এর আগে ভোরে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব শামসুদ্দীন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আ. লতিফ খান যুবরাজ, মুক্তিযোদ্ধা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুফ, চিকিৎসক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ইয়াসিনউল্লাহ শরীফ, ঢাকা জেলা জাকের পার্টি (দ) সভাপতি আ. রাজ্জাক, ঢাকা জেলা (উত্তর) যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল দেওয়ানসহ জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন কর্মসূচিতে।
বিকালে শহিদানদের রুহের মাগফিরাত কামনায় কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।