
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ এএম
ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতারের খবর সঠিক নয়

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এক বার্তায় এ তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
মজিবুর রহমান বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হওয়ার সংবাদটি ভুয়া। এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেফতার করার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু এ তথ্য জানান।