২২ মার্চ আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবে গণঅধিকার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। আগামী ২২ মার্চ দলটির প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, আজ গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মার্চ দুপুর ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রথম ধাপের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে।