গাজায় বর্বরোচিত হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম

ফাইল ছবি
যুদ্ধবিরতির মধ্যে গাজায় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। অনতিবিলম্বে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার হতে বলেছে দলটি।
মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে আজ ভোরে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরাইলের হামলা- আক্রমণকে নৃশংস ও বর্বরোচিত হিসাবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, বেপরোয়া হামলায় গাজায় ৩৫০ এর বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাত শতাধিক।
তিনি কাপুরুষোচিত এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ হামলা আক্রমণ করে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে; যা গুরুতর অপরাধের সামিল।
সাইফুল হক বলেন, গাজায় এ পর্যন্ত অর্ধ লক্ষাধিক মানুষ হত্যা ও কয়েক লাখ মানুষ পঙ্গু ও আহত করে যে জঘন্য গণহত্যা সংঘটিত করেছে তার উপযুক্ত বিচার না হওয়ায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে।যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসায় ইসরাইল নতুন করে উৎসাহিত হয়েছে।
তিনি বলেন, গাজায় ইসরাইল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে আসছে।এ গণহত্যা ও আগ্রাসন বন্ধে এ পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করতে পারেনি।
সাইফুল হক আরও বলেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের বুলি চূড়ান্ত তামাশায় পরিণত হয়েছে।
তিনি অনতিবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে বিশ্ব সম্প্রদায় ও দুনিয়ার শান্তিকামী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে তিনি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের জন্যও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।