‘আঠারোর নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত
এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আঠারো সালের নির্বাচনে জড়িত ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। তাদের বিদায় দিতে হবে।
তিনি বলেন, দেশকে বাঁচান। আমি ও জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা স্বাধীনতা এনে দিয়েছি। এ স্বাধীনতা রক্ষা করা আপনাদের দায়িত্ব। আজ যে বৈষম্যবিরোধী কথা বলা হচ্ছে তার বীজ ১৮ বছর আগে আমরা বপন করেছিলাম।
শনিবার (১৫ মার্চ) পটিয়ার এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে ও আবদুল কুদ্দুস ও আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী, এলডিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জাফর, বাশঁখালী পৌরসভা এলডিপির সভাপতি আনিসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, পটিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, পটিয়া পৌরসভা এলডিপির সহ-সভাপতি সামশুল আলম সিকদার, পটিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারী আনোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক ডা. রিজুয়ান আজাদ, গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, ইন্জিনিয়ার আবদুর রশিদ, আমিনুল হক তানিম, নাদেরুজ্জামান, সেলিম উদ্দিন প্রমুখ। এ সময় জেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুবকে উপস্থিত লোকজনের হাতে তুলে দেন।