Logo
Logo
×

রাজনীতি

ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম

ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান

জাতিগত নিধনের শিকার ফিলিস্তিন ও মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশ থেকে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে এ দাবি জানানো হয়।

পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফিলিস্তিনি ও রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যার বিরুদ্ধ মিছিল বের করে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে দলের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান বলেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে ফিলিস্তিনের গাজার মুসলমানরা। প্রায় দেড় বছর ধরে তারা জায়নবাদী ইসরাইলের আগ্রসনের শিকার হচ্ছে। পবিত্র রমজান মাসেও গাজার ওপর থেকে ইসরাইলি হানদার বাহিনীর দখলদারির অবসান হয়নি।

তিনি বলেন, জাতিসংঘকে অনতিবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে ইসরাইলি আগ্রাসন রুখতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে।

জাতীয় বিপ্লবী পরিষদের নেতা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ পুনর্বাসনের জন্য মিয়ানমারের আরাকানেও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানান।

এ সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের সফররত মহাসচিবকে পৃথিবীর সব মজলুমের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য নেতা। আপনি রাখাইনের রোহিঙ্গা মুসলমান ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য কার্যকরী ভূমিকা রাখুন। আপনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ফিলিস্তিন ও রোহিঙ্গা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিন।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, রোহিঙ্গা মুসলমানদের জন্য সাড়ে ১২ ডলার বরাদ্দ ছিল জাতিসংঘের, আজ তা ৬ ডলারে আনা হয়েছে; যা অমানবিক। জাতিসংঘের মহাসচিবের কাছে আমার আহ্বান থাকবে তিনি যেন রোহিঙ্গাদের খাবারের জন্য অনুদানের পরিমাণ বাড়ান। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য গালীব ইহসান।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব আবদুস সালাম, সৌরভ শাকিল, ডা. মাসুম বিল্লাহ, কেদ্রীয় কমিটির সদস্য আজিবুল হক পার্থ, সুমন আহমেদ ও তামিম আনোয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ প্রমুখ।

সোমবার ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালে স্মারকলিপি

এদিকে সমাবেশ থেকে জানানো হয়েছে, পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে ঘোষিত এক মাসের আলটিমেটাম পার হয়ে গেছে। সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’র ব্যবহার বন্ধেরও কোনো ঘোষণা আসেনি। 

এ অবস্থায় আগামী সোমবার পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরাইল' পুনর্বহালের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করবে জাতীয় বিপ্লবী পরিষদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম