Logo
Logo
×

রাজনীতি

‘যৌক্তিক সংস্কার ও খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫৬ পিএম

‘যৌক্তিক সংস্কার ও খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না’

আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত গণইফতারের ১২তম দিন। পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) দিদারুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন কর্ণেল (অব.) হাসিনুর রহমান, কর্ণেল ফেরদৌস আহমেদ, ক্যপ্টেন বিল্লাল আহমেদ, মেজর অব আনিসুর রহমান।  

প্রধান অতিথির বক্তব্যে হাসান নাসির বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে তা ছাত্র-জনতার আন্দোলনের ফসল। যারা শহিদ হয়েছেন, জীবন দিয়েছেন তারা একটি বৈষম্যবিহীন জনগণের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এখন নির্বাচনের কথা বলা হচ্ছে, কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছেন। নির্বাচনের আগে সংস্কার চাই, তার আগে বিচার চাই, তারপর নির্বাচন দিন। 

তিনি বলেন, গত ৫ই আগস্ট বাংলাদেশ ২য় বার স্বাধীন হয়েছে, যার নেতৃত্ব দিয়েছে এ দেশের ছাত্র জনতা। এ আন্দোলনের ফসল আমরা এখনো ঘরে তুলতে পারি নাই। ফ্যাসিবাদের সকল দোসরদের বিচারের আওতায় আনতে হবে। রাজনীতি গণমুখী করতে হবে, নেতামুখী রাজনীতি বিলোপের এইটাই উপযুক্ত সময়। আমূল সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না। তিনি উপস্থিত জনতাকে মার্কা দেখে নয়, ভালো ও যোগ্য মানুষ দেখে ভোট দেওয়ার আহবান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে কর্ণেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক তার বক্তব্যে বলেন, আমাদের একমাত্র শত্রু ভারত ও আওয়ামী লীগ। শত্রুদেরকে কোনোভাবে গর্ত হতে বের হতে দেওয়া যাবে না, মাথা বের করলেই তা আবার গর্তে ঢুকিয়ে দিতে হবে। আমরা ভারতের পণ্য ব্যবহার করবো না, প্রয়োজনে একটু কম ব্যবহার করবো, তবুও ভারতের নিকট মাথা নোয়াবো না। আমাদের ৭১’র স্বাধীনতা ভারত ছিনিয়ে নিয়েছিল, ২৪ এর স্বাধীনতা কোনভাবেই আমরা বেহাত হতে দিব না।

সভাপতির বক্তব্যে কর্ণেল দিদার বলেন, আমরা আন্দোলন করে হাসিনাকে হটিয়েছি। ছাত্র জনতার গনঅভ্যুত্থানে হাসিনাকে হটানোর আন্দোলনে আজকের প্রধান অতিথিসহ এখানে উপস্থিত অতিথিরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। আমরা বাংলাদেশের ২য় স্বাধীনতাকে কাজে লাগাতে চাই। মেহনতী মানুষের কষ্ট একটু লাঘব করার জন্যই গণইফতারের এই কার্যক্রম এবি পার্টি নিয়েছে।

আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবি পার্টির নেতৃত্বেই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়কসহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, সহসাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়কসহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহদপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী,মশিউর রহমান মিলু, সহ-অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, পল্টন থানার আহবায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম