Logo
Logo
×

রাজনীতি

‘সাবেক সাথীকে’ উদ্দেশ্য করে যা বললেন ঢাবি শিবির সভাপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৪:২১ এএম

‘সাবেক সাথীকে’ উদ্দেশ্য করে যা বললেন ঢাবি শিবির সভাপতি

ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, আমরা আধিপত্যবাদবিরোধী শহিদ নেতৃবৃন্দকে ভুলে যাব না। স্রেফ রাজনৈতিক স্বার্থে শহিদদের ওপর অপবাদ দেওয়া মেনে নেব না।

বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্মরণ করেছেন। বলেছেন, ‘শহিদরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের মাথার তাজ। শ্রদ্ধাভরে স্মরণ করছি শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে, আজ (১৩ মার্চ) তার জন্মদিন।’

পোস্টে এস এম ফরহাদ আরও বলেছেন, ‘আজকে যদি রাজনৈতিক কারণে আমাদের কোনো সাবেক সাথীও আধিপত্যবাদের শিকার শহিদ নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধের সহযোগী বলে, কালকে নতুন কেউ জুলাইয়ের শহিদদেরও রাজনৈতিক কারণে জুলাই ষড়যন্ত্রকারী সম্বোধন করবার যথেষ্ট আশঙ্কা থেকে যায়।’

তিনি যোগ করেন, ‘শাহবাগি মবে কেউ কেউ ভুল বুঝে গিয়েছেন, না বুঝে গিয়েছেন। শাহবাগি প্রোপাগান্ডায় না বুঝেই শহিদদের ভিলেন ভেবেছেন। বোধোদয় হওয়া এসব মানুষ আমাদের দীর্ঘদিনজুড়ে ফ্যাসিবাদীবিরোধী লড়াইয়ের সাথি। তাদেরকে আমরা ভালোভাবেই চিনি। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ-অনুযোগ নাই।’

‘কিন্তু তাই বলে শাহবাগের বিচারের দাবি বন্ধ হবে না। শহিদদের রক্ত হালাল হয়ে যাবে না। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার হতে হবে। সব ধরনের গণহত্যার বিচার হতে হবে। কিন্তু বিচারের নামে নিরপরাধ মানুষকে হত্যা আমরা মেনে নেই নাই, নিচ্ছি না, নেব না’-বলেছেন ঢাবি শিবির সভাপতি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম