Logo
Logo
×

রাজনীতি

প্রতিকূল পরিস্থিতিতেও শিবির টিকে ছিল: শিবির সভাপতি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:৩৬ পিএম

প্রতিকূল পরিস্থিতিতেও শিবির টিকে ছিল: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিবির চরম প্রতিকূল পরিবেশেও টিকে ছিল। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছে। যাদের মধ্যেই স্বৈরাচারী মনোভাব ফুটে উঠবে, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেব।

মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে ছাত্রশিবিরের শহিদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবির এ সভার আয়োজন করে। সভার শেষে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়।

আলোচনা সভায় শিবির সভাপতি বলেন, শহিদ সাব্বির, শহিদ আইয়ুবদের অপরাধ ছিল সমাজ পরিবর্তনের ডাক দেওয়া। ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানানোই তাদের অপরাধ ছিল।

তিনি আরও বলেন, অতীতের ইতিহাস প্রমাণ করে যে প্রতিকূল পরিস্থিতিতেও ছাত্রশিবির টিকে ছিল এবং ভবিষ্যতেও ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও উন্নয়ন সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদীসহ শিবিরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির এবং সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম