Logo
Logo
×

রাজনীতি

প্রথমবারের মতো ছাত্রদলের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম

প্রথমবারের মতো ছাত্রদলের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা

পবিত্র রমজান উপলক্ষ্যে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।এতে কুরআনের হাফেজদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে।    

ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ ক ‘হিফজুল কুরআন’ এতে সারা দেশের কুরআনের হাফেজরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া গ্রুপ খ ‘কুরআন তেলাওয়াত’ এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার অন্যতম সমন্বয়ক ছাত্রদল নেতা মুফতি জামিল সিদ্দিকী বলেন, আমাদের রেজিষ্ট্রেশন চলবে ১৩ ই মার্চ পর্যন্ত এবং প্রতিযোগিতাটির বাছাই পর্ব আগামী ১৪ ও ১৫ মার্চ প্রতিযোগিদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত রাউন্ড হবে ১৬ মার্চ ঢাকা  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

প্রতিযোগিতায় যেসব পুরস্কার থাকবে: প্রথম পুরস্কার : নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট; দ্বিতীয় পুরস্কার : নগদ ১৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট; তৃতীয় পুরস্কার : ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট এবং ৪র্থ-১০ স্থান : আকর্ষণীয় গিফট সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।

রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedvXw9NOQ1bvLRTFjxkkEx3WnL6yLmHlYrLax47VyYEwfEow/viewform

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম