
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৩ এএম
ইফতার মাহফিল স্থগিত করল বিএনপি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

আরও পড়ুন
বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিতব্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ
যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট
সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত
করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানান হলো।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে রোববার ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের কথা জানিয়েছিল দলটি।