Logo
Logo
×

রাজনীতি

শহিদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না: জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:১৫ এএম

শহিদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না: জামায়াত আমির

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে অনুরোধ করেছেন, কেউ যাতে এমন কাজ না করে, যার মাধ্যমে শহিদের রক্তের সঙ্গে বেইমানি হয়। রাজধানীর লেডিস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আহত, পঙ্গু, শহিদপরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আয়োজন করা হয়।

দলটির আমির বলেন, জামায়াতে ইসলামী শহিদ ও আহত-পঙ্গুত্ববরণকারীদের জাতীয় সম্পদ হিসাবেই মূল্যায়ন করে। শহিদদের নিয়ে অন্যদের মতো (রাজনীতি) করে না এবং করবে না। শহিদদের নিয়ে যারা রাজনীতি করে করুক। জামায়াতে ইসলামী শহিদ ও জীবন্ত শহিদপরিবারের সদস্য।

এ সময় শফিকুর রহমান এবারের ঈদ শহিদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে পালনের ঘোষণা দেন।

তিনি বলেন, শহিদদের নিয়ে প্রকাশিত শহিদ স্মরণিকা ঈদের পরপরই প্রত্যেক শহিদপরিবারে পৌঁছানো হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। সভায় আরও বক্তৃতা করেন বুয়েটের অধ্যাপক প্রকৌশলী ফখরুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল শহিদ আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহম্মদ তহকীক প্রমুখ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসাইন প্রমুখ। শহিদপরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ববরণকারী এক হাজারের বেশি মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

পরে গণহত্যার শিকার পরিবারকে হত্যাকারীদের বিচার দেখার সুযোগদান এবং বাংলাদেশের জন্য আগামী দিনে ন্যায়পরায়ণ শাসক কামনা করে বিশেষ মোনাজাত করেন জামায়াতের আমির।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম