Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন দিলে বিএনপিকেই বেছে নেবে জনগণ : আমিনুল হক

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৪:৫৮ এএম

নির্বাচন দিলে বিএনপিকেই বেছে নেবে জনগণ : আমিনুল হক

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দিলে জনগণ বিএনপিকেই বেছে নেবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। 

তিনি বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। জাতির সব ক্লান্তিলগ্নে বিএনপি মানুষের পাশে ছিল। এখনো এ দেশের মানুষের জন্য কাজ করে চলেছে বিএনপি।

রমজান উপলক্ষে শনিবার রাজধানীর মিরপুরে দুটি কর্মসূচিতে অসহায় মানুষের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী, ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকা মহানগর উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, পরিপূর্ণ সংস্কারের জন্য দরকার দেশে একটি জাতীয় নির্বাচন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের একটি মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আবার কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, যাতে দেশে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বিদেশি প্রভুদের বোঝাতে পারে বাংলাদেশের মানুষ ভালো নেই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নির্বাচনে বিএনপিকে ভয় পায়। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে।

দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে আমিনুল হকের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

এরপর বিকালে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে লক্ষীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদ স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বক্তব্য দেন। এসময় আরও বক্তব্য দেন-বিএনপি চেয়াপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া,বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম