Logo
Logo
×

রাজনীতি

আবদুল্লাহ আল নোমানের জানাজায় হাজারও মানুষের ঢল

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম

আবদুল্লাহ আল নোমানের জানাজায় হাজারও মানুষের ঢল

চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জানাজা সম্পন্ন হয়েছে। জুমার নামাজের পর ২টা ২০ মিনিটের দিকে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারও বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

এরপর লাশ নেওয়া হয়েছে রাউজান উপজেলার গহিরা গ্রামে। সেখানে আরেকটি জানাজা শেষে বিএনপির এই নেতাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে শেষবারের মতো আনা হয় আবদুল্লাহ আল নোমানের মৃতদেহ। সেখানে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে ঢল নামে সব বয়সি মানুষের। দলের এই নেতাকে শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন নেতাকর্মীরা। ফুলে ফুলে ঢাকা পড়ে যায় নোমানের মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। অনেককে আবেগে কান্না করতেও দেখা গেছে সেই সময়।

শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, এরশাদ উল্লাহ, আবুল হাশেম বক্কর ও জামায়াতে ইসলামীর নেতা শাজাহান চৌধুরী।

দুপুর সাড়ে ১২টায় শেষবারের মতো নেতাকর্মীদের ভিড় ঠেলে এগিয়ে যায় অ্যাম্বুলেন্সটি। নিজের প্রিয় প্রাঙ্গণে আর আসবেন না আবদুল্লাহ আল নোমান। এ অফিসটি থেকে শুরু হওয়া অসংখ্য মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

এর আগে শুক্রবার সকালে নগরীর খুলশীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং পরে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল নোমানের মরদেহ।

নগর বিএনপির নেতা আবদুল মান্নান যুগান্তরকে বলেন, আমাদের নোমান ভাই শুধু বিএনপি নেতা নন, তিনি সাধারণ গণমানুষের নেতা ছিলেন। তিনি হাজার হাজার নেতাকর্মী সৃষ্টি করেছেন। তার হাত ধরে অনেকেই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। আজকে জাতির দুঃসময়ে নোমান ভাই চলে গেলেন। এটা বড় বেদনার ও অপূরণীয় ক্ষতির। আজও তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।

১৯৯১ ও ২০০১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান, বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম