Logo
Logo
×

রাজনীতি

রিজভীর অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না

ছবি: সংগৃহীত

জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে বাধা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনো সেভাবে পূরণ হয়নি।  

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া শেষে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না; কিন্তু রাস্তাঘাটে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত এটা মানুষ প্রত্যাশা করেনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা প্রসঙ্গে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কি না তাকে এটা নিশ্চিত করতে হবে। পুলিশ ঠিকমতো কাজ না করলে সেটি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হয়েছে। এগুলো থামাতে হবে। বিএনপি অসহায় ও গরিব মানুষের সঙ্গে থাকবে বলে তিনি উল্লে­খ করেন। বসন্তবরণে বাধা, মাজারে হামলাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার নিন্দা ও উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, কখনোই একমুখী দেশ হতে পারে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দলের ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আমিরুল ইসলাম খান আলিম, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম প্রমুখ।

শেয়ারবাজার লুটকারীদের শাস্তি দিতে হবে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সময়ে যারা শেয়ারবাজার লুটপাট করে সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে এরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই কাজ চালিয়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের হলরুমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেয়ার মার্কেটের ওপর সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে স্বাধীন কমিশন গঠনে জোর দিয়ে আমির খসরু বলেন, স্টক মার্কেটে যদি স্বচ্ছতা থাকে তবে সাধারণ মানুষ বিনিয়োগে আস্থা পাবে। বিএনপি ক্ষমতায় গেলে স্টক মার্কেটকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতা ফিরে এলে এখানে বিনিয়োগ করতে আগ্রহী অনেকেই তাকিয়ে আছেন।

মানুষের মধ্যেও সংস্কার আনতে হবে: সেলিমা রহমান

রাষ্ট্রকাঠামো সংস্কারের পাশাপাশি মানুষের মধ্যেও সংস্কার আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশে এখন ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি বেড়ে গেছে। কিশোর গ্যাংসহ সামাজিক পরিস্থিতির যে অবক্ষয় ঘটেছে, তার থেকে উত্তরণ ঘটাতে পারবেন শিক্ষকরাই।

সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করবেন না: ফারুক

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করবেন না। এটা বুঝতে যদি আপনার দেরি হয়, তাহলে আপনার প্রতি জনগণের আস্থা উঠে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল আয়োজিত ‘রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফারুক বলেন, একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিন। বিলম্ব নয়, এতে ক্ষতি। তিনি আরও বলেন, ডেভিল হান্টে এখনো বড় শয়তান ধরা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম