Logo
Logo
×

রাজনীতি

ইসির সঙ্গে বৈঠক

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকারের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে কমিশনকে অনুরোধ জানিয়েছেন তারা। অন্যথায় দেশে গভীর সংকট সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে তারা এসব কথা বলেছেন। পরে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ চার কমিশনার উপস্থিত ছিলেন। অপর দিকে বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক ইকবাল কবির জাহিদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রায় দেড় ঘণ্টা চলা ওই বৈঠকের পর জোট নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ইসি এ বিষয়ে কোনো ব্রিফ করেনি। বৈঠকে আলোচনার বিষয়ে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, আমরা এই বছরের মধ্যে নির্বাচন চাই এবং স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চাই। সেই বিষয়টি ইসিকে বলেছি। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন সামনে নিয়ে আসা হচ্ছে। আমরা মনে করি এই কাউন্টার প্রসেসের মধ্য দিয়ে সরকার জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে। এই কালক্ষেপণ জাতির জন্য আÍঘাতী হবে। তিনি বলেন, সেজন্যই আমরা বাম জোট মনে করি যে, জাতীয় নির্বাচন আগে হওয়া দরকার। এ কারণেই মনে করি, একটি সেটেলড গভর্নমেন্ট ছাড়া দেশে যে ভয়ের রাজনীতি চলছে, যে দমবন্ধ অবস্থায় দেশে চলছে, সেই দমবন্ধ অবস্থা থেকে এ দেশের সাধারণ জনগণ, সাংবাদিক, ডাক্তার, উকিল, মোক্তার কেউই মুক্ত হবে না। 

দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছি, এই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। সুতরাং আমাদের প্রধান বক্তব্য, সরকার আর কালক্ষেপণ না করে কোন নির্বাচন আগে হবে, কোনটা পরে হবে এই বিতর্ক না করে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলবে।  

বৈঠকে কমিশনের কাছে লিখিত সাতটি দাবি জানায় বাম গণতান্ত্রিক জোট। এগুলো হলোÑসবার জন্য সমান সুযোগ, কালো টাকা, পেশিশক্তির প্রভাবমুক্ত করা, নির্বাচনি জামানত পাঁচ হাজার টাকার করা, স্বতন্ত্র প্রার্থী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নেওয়ার বিধান বাতিল, নিবন্ধন প্রথা তুলে দেওয়া কিংবা নিবন্ধন শর্ত সহজ করা, ভোটদানে বাধা প্রদান আইন করে বন্ধ করা, না ভোট ও প্রার্থী প্রত্যাহারের বিধান আনা, মনোনয়নপত্র জনগণের সামনে বাছাই ও প্রার্থীকে দলীয় ইশতেহার জনগণের সামনে তুলে ধরার ব্যবস্থা করা, অভিযোগ নয় বরং আচরণবিধি ভঙ্গ হলে স্বপ্রণোদিতভাবে কমিশনের ব্যবস্থা গ্রহণ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা প্রচলন, নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালনা করা।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম