Logo
Logo
×

রাজনীতি

ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির নেতাদের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির নেতাদের বৈঠক

ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকাল ২টায় ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশন কার্যালয়ে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও অভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন, বিচার এবং সংসদ বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার সানি আবদুল হক।

এই সাক্ষাৎকালে প্রথমে দূতাবাসের সহকারী মিজ ওনি এবি পার্টির প্রতিনিধিদলকে স্বাগত জানান। এরপর হাইকমিশনার মোহম্মদ শুহাদা বিন ওসমান এবি পার্টির নেতাদের কাছ থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গবেষণা ভিত্তিক নীতি প্রণয়ন, এবং সমস্যা সমাধানের নতুন পন্থা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিবারতান্ত্রিক রাজনীতি পরিবর্তন করে, নতুন প্রজন্মের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া জুলাই মাসের গণঅভ্যুত্থানে এবি পার্টি ও ছাত্র-তরুণদের ভূমিকা, মালয়েশিয়ার নির্বাচনি সংস্কৃতি এবং বাংলাদেশের নির্বাচনি পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

এবি পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর মোহাম্মদ আসজুয়ান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম