Logo
Logo
×

রাজনীতি

স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না: ফারুকের হুঁশিয়ারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ এএম

স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না: ফারুকের হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

তিনি বলেছেন, অনেকে টালবাহানা শুরু করেছেন, বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। আপনি (অন্তর্বর্তীকালীন সরকার) এমন একটি নির্বাচন দেন, যে নির্বাচন দেখে হাসিনাও যেন বলে- এটাই বাংলাদেশ।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ ’৭১ সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, তাতেই প্রমাণিত। 

তিনি বলেন, আর একটি দল আছে, যারা স্বাধীনতাবিরোধী ছিল, তাদের উদ্দেশে বলতে চাই- এই সরকারকে দোষারোপ করার জন্য কী টালবাহানা শুরু করেছেন? গণতন্ত্রের সপক্ষের শক্তি হচ্ছে বিএনপি, তারা এখনো রাস্তায়। জনগণের অধিকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে। 

প্রধান উপদেষ্টার উদ্দেশে ফারুক বলেন, যারা আপনার কানে কানে কথা বলে, তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে। কোনো টালবাহানা তালবাহানা চলবে না, নির্বাচন দিতে হবে। 

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম