Logo
Logo
×

রাজনীতি

গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড জনগণ রুখে দিবে: আরিফুল হক

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম

গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড জনগণ রুখে দিবে: আরিফুল হক

জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন মেনে নেবে না, জাতীয় নির্বাচনে যে দল জয়লাভ করবে, তারাই স্থানীয় নির্বাচনসহ অন্য নির্বাচনগুলো করবে। অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতীর সামনে নির্বাচন দিন ধার্য করে ঘোষণা দিতে হবে। জাতীয় স্বার্থ ও গণতন্ত্র বিরোধী যেকোনো কর্মকাণ্ড জনগণ রুখে দিবে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে সমাবেশে উপরোক্ত কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার বিকালে পৌরসভার সম্মুখে বিএনপির জেলা আহ্বায়ক কমিটি আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের দোসরদের নানান চক্রান্তের অপচেষ্টা প্রতিহতের দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, রমজান মাসকে সামনে রেখে বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের মতো না হয়ে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

সমাবেশে বিএনপির জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা।

বক্তারা বলেন, কোনো টালবাহানা না করে দেশি-বিদেশি চক্রান্তের খপ্পরে না পড়ে অচিরেই জাতীয় নির্বাচন দিতে হবে।

প্রধান অতিথি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক জিয়ার নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে জনগণের রায় পেতে কাজ করতে হবে। যাকে দল মনোনয়ন দেবে তাকে জনগণের ভোটে নির্বাচিত করে নিয়ে আসতে হবে। তিনি বলেন, দলের কোনো নেতাকর্মী দখল বাণিজ্য ও চাঁদাবাজিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সমাবেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও গণতন্ত্রকামী সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম