Logo
Logo
×

রাজনীতি

জনগণ ভোট দিতে চায়, সংস্কারের গবেষণা নিয়ে সময় চায় না: মঈন খান

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

জনগণ ভোট দিতে চায়, সংস্কারের গবেষণা নিয়ে সময় চায় না: মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে স্বৈরাচারকে বিদায় করেও জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জাতীয় নির্বাচনের জন্য। বাংলার জনগণ ভোট দিতে চায়, সংস্কারের গবেষণা নিয়ে ৬ মাস, ৬ বছর সময় চায় না জনগণ। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এ সরকার সংরক্ষণ করতে পারে নাই।

সোমবার বিকালে টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, এখন দেশের ক্রান্তিলগ্ন। জনগণের ভোটের অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলা চলবে না। মানুষ ভোট দিতে চায়, কারণ এদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র। প্রায় ৫৪ বছর আগে গণতন্ত্র অধিকারের জন্য যুদ্ধ করেছিলাম। দেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে সেই স্বাধীনতা মূল্যহীন। তাই আমরা ভোটাধিকার ফেরত চাই।

তিনি আরও বলেন, বিএনপি বছরের পর বছর ধরে আন্দোলন করেছি জুলুম নির্যাতন সহ্য করেছি। সারা দেশের ৫০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়েছিল। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এ সরকার সংরক্ষণ করতে পারে নাই। 

সমাবেশের প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম বলেছেন, সংস্কার চাই, সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি। বিএনপি সংস্কার বিরোধী নয়। সংস্কার করতে হলে নির্বাচিত সরকার দরকার। কেউ কেউ বলে আগে স্থানীয় সরকার নির্বাচন। এই স্থানীয় সরকার নির্বাচনের জন্য আন্দোলন করেনি। স্থানীয় নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে আবার জায়গা তৈরি করবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন এবং নির্বাচিত সরকার ছাড়া দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা যায় না। জনগণের দাবি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা।

সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ক্ষমতায় আসবে, এজন্য ষড়যন্ত্র হয়। অনেক উপদেষ্টা উলটাপালটা কথা বলে, আওয়ামী লীগের মতো কথা বলে নির্বাচন নিয়ে। জনগণের দাবি অতিদ্রুত সংসদ নির্বাচনের। জাতিসংঘের রিপোর্ট জাতীয় পাঠ্য বইয়ে প্রকাশ করতে হবে। অনেকেই ফ্যাসিবাদকে তলে তলে সমর্থন দিচ্ছে। খুনের দোসররা এখনো ঘোরাফেরা করে। কোনো ফ্যাসিবাদের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিব না। দোসরদের বিচার, হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহম্মেদ টিটো, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম ও কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ।

বিএনপি ছাড়াও সহযোগী অঙ্গসংগঠনের ২০ সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম