Logo
Logo
×

রাজনীতি

জাহিদুল ইসলাম

৪৮ বছরে ছাত্রশিবির দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

৪৮ বছরে ছাত্রশিবির দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছে

ফাইল ছবি

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিবির ৪৮ বছরে যে মানুষগুলো তৈরি করেছে, তারা তাদের কথা ও কাজের মাধ্যমে দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন।

শনিবার কুমিল্লা টাউনহল মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় ও মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন দলের বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক শিক্ষাবিদ শফিকুল আলম হেলাল।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত তার কোনো কথা বা কাজের মাধ্যমে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়নি। বরং ছাত্রশিবির ৪৮ বছরে সৎ দক্ষ মেধাবী মানবসম্পদ তৈরি করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম