Logo
Logo
×

রাজনীতি

গণতন্ত্র-স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে: মান্না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

গণতন্ত্র-স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে: মান্না

গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রত্যেকে বিশ্বাস করে-এদেশে বদলে দেওয়া সম্ভব এবং দেশ গড়া এখন থেকে চলবে। হতে পারে মাঝে মাঝে বৈষম্য, বৈরিতা, দলে দলে বিভক্তি তারপরেও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ’২৪-এর গণঅভ্যুত্থান শহিদ ও আহতদের পরিবারের উদ্যোগে আহতদের সুচিকিৎসা ও রাষ্ট্রীয় পুনর্বাসনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি হয়। তিন ঘণ্টা প্রতীকী অনশনের পর প্রধান অতিথি মান্না আহতদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

আহ্বায়ক রেজাউল কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ বত্তৃদ্ধতা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম