Logo
Logo
×

রাজনীতি

এখন নির্বাচন হলে তা হবে নির্বাচনের গণহত্যা: ডা. শফিকুর

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

এখন নির্বাচন হলে তা হবে নির্বাচনের গণহত্যা: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন দিলে সেটা হবে নির্বাচনের গণহত্যা। এটা কোনো নির্বাচন হবে না। জামায়াতে ইসলামী সেটা চায় না। নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার হতেই হবে। দেশে একটি গণহত্যা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিস্থিতি তৈরি হতে হবে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর কোনো সরকারের সময়ই দেশের আইনশৃঙ্খলা কখনো খারাপ কখনো কিছুটা ভালো ছিল কিন্তু খুব ভালো কখনো ছিল না।

রোববার বিকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

সিলেটের শহিদ সুলেমান হলে মহানগর জামায়াতে ইসলামীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ এবং জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবতার আলোকে উজ্জীবিত হওয়া, টাকা রুজি নয়। সন্তানদের সেভাবে গড়ে তুলতে হবে, যাতে মানুষ তাদের জন্য মন থেকে দোয়া করে। শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করাই আজকের উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য। মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের শ্রদ্ধা ও যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতে ইসলামী নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি কেন এমন কথা বলেছেন তা তিনিই ভালো বলতে পারবেন, উনাকে জিজ্ঞাসা করেন ভালো উত্তর তিনিই দিতে পারবেন।

সম্প্রতি গাজীপুরের ঘটনা উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, গাজীপুরে গুলি করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদ করতে হলে করবে। আমরা কখনো এ ধরনের বিশৃঙ্খলাকে সমর্থন করিনি করব না।

অপারেশন ডেভিল হান্ট ইস্যুতে জামায়াত আমির বলেন, বাস্তবিক অর্থে সমাজে ডেভিল তো আছেই। সেই অপারেশনে যদি সত্যিকারের ডেভিলরা হান্ট হয় তো এ অপারেশন যারা পরিচালনা করছেন বাংলাদেশের ১৮ কোটি মানুষ তাদের জন্য দোয়া করবেন।

সম্প্রতি সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী নির্বাচন ইস্যুতে এক প্রশ্নে তিনি বলেন, নির্বাচন এখনো অনেক দূরে। এখন যেটা হয়েছে সেটা প্রাথমিক সিলেকশন; সত্যিকারের নির্বাচনি তফশিল যখন ঘোষণা হবে তখন যাকে যে আসনে মনোনয়ন দেওয়া হবে সেটাই হবে চূড়ান্ত মনোনয়ন।

নির্বাচিত সরকার হলে দেশের পরিস্থিতি ভালো হবে- বিভিন্ন দলের এমন মন্তব্য নিয়ে এক প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, এটা সব সময় সঠিক না, নির্বাচিত সরকার বলেই তো গত ১৫ বছর ছিল, তারাই দেশের এ অবস্থা করেছে। নির্বাচিত সরকার হলেই খুব ভালো হবে এটা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের সরকার হতে হবে।

তিনি বলেন, অতীত যার ভালো, বর্তমান যার ভালো, ভবিষ্যতও তার ভালো হবে।

সর্বশেষ অন্যান্য দলের দ্রুত নির্বাচন দাবির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন হতেই হবে, নির্বাচন তো আমিও চাই; তবে তার আগে কিছু মৌলিক সংস্কার হতে হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম