Logo
Logo
×

রাজনীতি

রোল মডেলের রাজনীতিবিদ এখন পাওয়া মুশকিল: মেজর (অব.) হাফিজ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

রোল মডেলের রাজনীতিবিদ এখন পাওয়া মুশকিল: মেজর (অব.) হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এদেশে এখন রোল মডেলের রাজনীতিবিদ পাওয়া মুশকিল। রাজনীতিতে যে ধরনের মানুষ আমরা দেখতে চাই, তা কমই পাওয়া যায়। রাজনীতি কোন পেশা হতে পারে না। আমি আশা করব এই অন্ধকার থেকে মুক্ত হয়ে একটা পরিচ্ছন্ন ও জনকল্যাণের রাজনীতি যেন আমাদের দেশের জনগণ দেখতে পায়। তরুণ ছাত্ররা জুলাই আগস্টে বুকের রক্ত দিয়ে দেশের একটা পরিবর্তন এনেছে। একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ আমাদের দিয়েছে। এই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। শনিবার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার রোডম্যাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

লালমোহন ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী বোরহান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সার্ক রিজিওন গ্লোবাল ইউথ পার্লামেন্টের সহসমন্বয়ক প্রকৌশলী হাসান মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সি. সহকারী সচিব মো. আব্দুল হাই, তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হকসহ প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম