এক্সকেভেটরে সমস্যা, রক্ষা পেল সাবেক মেয়র লিটনের বাড়ি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪ পিএম
![এক্সকেভেটরে সমস্যা, রক্ষা পেল সাবেক মেয়র লিটনের বাড়ি](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/RAJSHAHI-67a5b2bf66025.jpg)
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উপশহর এলাকার বাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা বাড়িটি ভাঙচুর করে। একপর্যায়ে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার চেষ্টা করে। তবে যন্ত্রটিতে সমস্যা দেখা দেওয়ায় এ যাত্রায় রক্ষা পেয়েছে স্থাপনাটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ
জনতা একটি এক্সকেভেটর নিয়ে লিটনের বাসভবনের সামনে যায়। প্রথমে গেট ভেঙে ভেতরে প্রবেশ
করে তারা। এরপর বাড়িটির পশ্চিম দিকে এবং সামনের অংশ এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।
এ সময় স্থানীয়দের উল্লাস করতে দেখা যায়। প্রায় ঘণ্টাব্যাপী বাড়ি ভাঙচুর চলাকালে এক্সকেভেটরে
সমস্যা দেখা দিলে কার্যক্রম স্থগিত করা হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতারা বলেন, দুর্নীতির টাকায় এ বাড়িটি করা। এ স্থাপনা
পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান লিটন।
পরিবারটি এখন ভারতে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ভাঙচুরের সময় রাজশাহীর বাড়িটিতে
কেউই ছিল না।
শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা হয়। বাড়ির সবকিছুই লুট
হয়ে যায় সেদিন। পরের দিনও বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। এরপর থেকে
ভূতের বাড়ির মতো দালানটি দাঁড়িয়ে ছিল।