Logo
Logo
×

রাজনীতি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

হাসিনার দোসরদের সরাতে এক মাসের আলটিমেটাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

হাসিনার দোসরদের সরাতে এক মাসের আলটিমেটাম

ফাইল ছবি

প্রশাসন থেকে শেখ হাসিনার দোসরদের সরাতে অন্তর্বর্তী সরকারকে ১ মাসের আলটিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, এক মাসের মধ্যে প্রশাসনের মধ্য থেকে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্ট দোসরদের সরাতে হবে। অন্যথায় আইনজীবীরা কালো কোর্ট পরে রাস্তায় নামবেন।

রোববার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে জয়নুল আবেদীন একথা বলেন। এ সময় অবিলম্বে কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুব দল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে  বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।

ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজি কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, মাকসুদ উল্লাহ, মোহাম্মদ সামসুল ইসলাম মুকুল, আনিসুর রহমান বিশ্বাস রায়হান, আজমল হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম