Logo
Logo
×

রাজনীতি

এলডিপি ও সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম

এলডিপি ও সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক

ফাইল ছবি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে বৈঠক হয়। এতে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।  

জানা যায়, বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। ঘোষণাপত্রে কোন কোন বিষয় রাখা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করেন নেতারা। একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে দলগুলোর করনীয় সর্ম্পকে ধারণা নেওয়া হয়। 

বৈঠকে অংশ নেওয়া একজন নেতা বলেন, দেশে নতুন করে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের দোসরা নানাভাবে এসব চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সময়ের কয়েকটি ঘটনা ষড়যন্ত্রের অর্থবহন করছে। সরকার অনেকে ক্ষেত্রেই এই ষড়যন্ত্র মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো আন্দোলনে যাওয়ার কথা ভাবছে। কী কী করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে, সে বিষয়ে সরকারকে পরামর্শও দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। যুগপৎ আন্দোলনের অন্য শরিক দল ও জোটদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এলডিপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ। অন্যদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ফরিদুজ্জামান ফরহাদ জোটের পক্ষ থেকে নেতৃত্ব দেন।

এরআগে শুক্রবার ১২ দলীয় জোট ও  জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম