
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম
কথা বলবেন হিসাব করে, উপদেষ্টাদের সেলিমা রহমান

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

আরও পড়ুন
উপদেষ্টাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আপনারা সরকারে থেকে দল করবেন, সেটা হবে না। কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ড. ইউনূসের সম্মান বিশ্বজুড়ে। তিনি এ সরকারের প্রধান হয়ে কাজ করছেন; কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বের কথা ভেসে আসে, আমি এটা করব, আমরা এটা করেছি... এসব কথা শুনলে কষ্ট লাগে। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাও এ রকম কথা বলেছেন, সব কিছু তাদের। আর কারও কিছু নাই। দেশের জনগণের কিছু নাই। তার পতন হয়েছে।
তিনি বলেন, ছাত্ররা দল করবে খুব ভালো কথা। নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে, ছাত্র-যুবকরা ভাষা আন্দোলন, ৬৯-এর গণ-আন্দোলন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, সব সময়ই তরুণ সমাজ সেটি করেছিল; কিন্তু তাদের মধ্যে এ রকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য অংশগ্রহণ করেছিল; যার যার জায়গায় তারা সেই সময় চলে গিয়েছিল।
আপনারা (অন্তর্বর্তী সরকার) সংস্কার করেন। আপনাদের যৌক্তিক সময় দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রতিনিয়ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে আন্দোলন সংগ্রাম বেড়েই চলেছে। রাস্তাঘাট অবরোধ এবং দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বহুগুণ বেড়েছে। সেই বিষয়টি সরকারকে খেয়াল রাখতে হবে।