সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না: ডা. তাহের

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবেই অর্থবহ হবে না। দেশের রাজনৈতিক সংকট সমাধানে সংস্কার জরুরি। আবার শুধুমাত্র সংস্কারের অপেক্ষায় সময় নষ্ট করাও দেশের জন্য কল্যাণকর হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌমুহনী বাজারে শুক্রবার সকালে তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ৫ আগস্ট আধিপত্যবাদের পরাজয়ের মাধ্যমে দেশের মানুষ নতুন করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। তবে এখনো স্বাধীনতা ধ্বংসের ষড়যন্ত্র চলছে এবং প্রতিবেশী একটি রাষ্ট্র আবারও নেপথ্যে ভূমিকা রাখছে। যারা বিদেশি সহযোগিতায় ক্ষমতায় যেতে চায় তাদের এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, দেশের নতুন স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি ও জামায়াত এমন কোনো পদক্ষেপ নেবে না যা জনগণের ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারে।
এ সময় জামায়াতের নায়েবে আমির আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আমীর হামজাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।