তারেক রহমান দেশে ফিরলে বিএনপিতে চিন্তার একতা আসবে: ফজলুর রহমান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
![তারেক রহমান দেশে ফিরলে বিএনপিতে চিন্তার একতা আসবে: ফজলুর রহমান](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/20/fazlur-rahman-678e1d98220b1.jpg)
ছবি: ভিডিও থেকে নেওয়া।
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে ব্যবধান আছে। আওয়ামী লীগ একটা স্টান্ডের উপরে দাঁড়িয়েছে, রাইট অর রং। আর বিএনপি হলো একটা প্লাটফর্ম। এখানে হরেক রঙের মানুষ আছেন। বিভিন্ন দল থেকে মানুষ আছেন। বিভিন্ন মত-পথের সন্নিবেশ হয়েছে বিএনপিতে। তবে তারেক রহমান দেশে ফিরলে বিএনপিতে চিন্তার ঐক্য ফিরবে।
সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান।
সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান বলেন, বিএনপি অনেকটা আমেরিকার মতো। আমেরিকাতে যেমন ইথিওপিয়া থেকে মানুষ যায়, কালো মানুষও আছে, আবার আমার বাংলাদেশের মানুষও যায়, ইউরোপের মানুষও যায়, আবার আমেরিকার নিজস্ব কালো মানুষও আছে, বিএনপি হলো ওই রকম একটা প্লাটফর্ম। এখানে চিন্তা চেতনার মিলের মধ্যে গড়মিল অনেক বেশি।
তিনি বলেন, মিল হলো শুধু কে বলেরে জিয়া নাই জিয়া আছে সারা বাংলায়, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বল জিয়া জিয়া। আর হলো খালেদা জিয়া তারেক রহমান, মিল শুধু এইটুকু স্লোগানের মিল। কিন্তু মিলের চেয়ে গড়মিলটা রাজনীতিতে অনেক বেশি বিএনপির।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, গার্ডিয়ান যখন জিয়াউর রহমান ছিলেন বিএনপি তখন সবাই মিলে একই রকম কথা বলত। রাজাকার সাজেদুর রহমান যা বলত, এইটা আবার যাদু মিয়াও বলতেন, এইটা আবার কমিউনিস্ট আবদুল মান্নান ভূইয়াও বলতেন। এটা হলো নেতৃত্বের উপস্থিতি।
‘এখন নেতৃত্ব হলো অনুপস্থিত। ম্যাডাম হলেন অসুস্থ, উনি বসতে পারেন না, তারেক রহমান অনেক দূরে। কাজেই এইটা অনেক সময় আমার কাছে মনে হয় হাসান হোসাইনের জারি, যে যেমন পারি এই রকম। কিন্তু বিএনপির জনপ্রিয়তার কোনো অভাব নাই। ’
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, বিএনপির এই রকম পাগল কর্মী দুনিয়াতে কত আছে আমি জানি না। হাজার হাজার কর্মী জেল খাটতে পারে আবার জেল থেকে ২ বছর পর বের হয়ে যখন দেখে জিয়াউর রহমানের নামে মিছিল যায় দৌড়ে সেই মিছিলে ঝাঁপিয়ে পড়ে। এটার কোনো তুলনা নাই। কিন্ত বিএনপি যে প্লাটফর্ম, চিন্তার দিক থেকে তাদের মধ্যে ভেদাভেদ আছে।
বিএনপির এই বর্ষীয়ান নেতা মনে করেন, তবে তারেক রহমান যদি দেশে আসেন, আমার কাছে এখন যা মনে হচ্ছে; উনি যদি বাংলাদেশে থেকে দলটা চালান, উপস্থিত ক্ষেত্রে আমার মনে হয় এখানে একটা ইউনিফরমেটি আসবে রাজনীতিতে। কিন্ত তারেক রহমান না আসা পর্যন্ত হাসান হোসাইনের জারি যে যেমন পারি এ রকম বলে যাবে। কিন্ত আবার কে বলেরে জিয়া নাই বললে সব আবার এক হয়ে যাবে। ধানের শীষ দেখলেই আবার এক হবে। কিন্তু চিন্তার ইউনিটি নাই।