আন্দোলনে নিহত ছাত্রদল নেতা সবুজের পরিবারের পাশে তারেক রহমান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৩১ পিএম
![আন্দোলনে নিহত ছাত্রদল নেতা সবুজের পরিবারের পাশে তারেক রহমান](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/04/Untitled-1-6779706203935.jpg)
জুলাই বিপ্লবে গত ৪ আগস্ট গুলিতে নিহত শেরপুরের শ্রীবরদী উপজেলার খরিয়া কাজীর চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাত্রদলের সহসভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকালে তারেক রহমানের পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো. রফিকুল ইসলাম।
নিহতের বাবা মো. আজাহার আলী গুলিতে নিহত সবুজের মরদেহ কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা বর্ননা করতে গিয়ে তিনি এবং তার স্ত্রী মোসা. সাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।
এসময় নিহত সবুজের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।