Logo
Logo
×

রাজনীতি

জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা র‌্যালি সভা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ এএম

জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা র‌্যালি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে শুক্রবার বিভিন্ন স্থানে জাসাসের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা, র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

জয়পুরহাটে জেলা জাসাস সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান। উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জায়েদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জয়পুরহাট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, জেলা জাসাস নেতা মাসুদ রানা প্রমুখ।

কলমাকান্দায় উপজেলা জাসাসের সাধারণ  সম্পাদক খন্দকার কবির উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা হয়েছে। বক্তব্য দেন সভাপতি আমিনুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের, যুগ্ম  আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন, হারেজ রহমান নাজিম, রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের সভাপতি মো. শামছুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ প্রমুখ।

গোপালপুরে জাসাস উপজেলা ও পৌর শাখার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, নগদা শিমলা ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিছলু, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা জাসাসের সদস্য সচিব খন্দকার শরিফ, পৌর শাখার আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

ময়মনসিংহে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রুকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু, দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক খন্দকার মঈন আহমেদ।

মানিকগঞ্জে জেলা জাসাসের আহবায়ক মোশাররফ হোসেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন, জেলা জাসাসের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম