Logo
Logo
×

রাজনীতি

মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: মাহী বি. চৌধুরী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: মাহী বি. চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি. চৌধুরী বলেছেন, ২০১৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা ভুল সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে বিকল্প ধারার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। 

মঙ্গলবার বারিধারার বাসভবন মায়াবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

মাহী বি. চৌধুরী বলেন, ‘এই সিদ্ধান্ত দলীয় ভাবমূর্তি ও নেতৃত্বের প্রতি আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। পরিবর্তন প্রত্যাশী তরুণ ও সংস্কারপন্থি নাগরিকরা আমাদের পদক্ষেপকে সুবিধাবাদী হিসাবে দেখেছেন। এর ফলে দলের জনপ্রিয়তা ও নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে।’

মাহী বি. চৌধুরী ২০১৮ সালের ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে বিকল্প ধারাকে স্বকীয় রাজনীতি ও আদর্শে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মের কাছে বিকল্প ধারার প্রাসঙ্গিকতা ধরে রাখতে হলে আত্মসমালোচনা ও ভুল সংশোধন জরুরি। ২০১৮ সালের নির্বাচনের পর বিকল্প ধারা এবং আওয়ামী লীগের মধ্যে আর কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়নি। এমনকি সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানেও বিকল্প ধারার  কেন্দ্রীয় নেতারা উপস্থিতি ছিলেন না। ২০১৮ সালের প্রহসনমূলক নির্বাচনে একতরফা বিজয়ের চেয়ে ২০২৪ সালের সম্ভাব্য পরাজয় আমাদের কাছে অনেক বেশি সম্মানজনক।’

মৃত্যুর তিন সপ্তাহ আগে ১৬ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বিকল্প ধারা বাংলাদেশকে এগিয়ে নিতে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন জানিয়ে তিনি সেসব সাংবাদিকদের সামনে তুলে ধরেন। 

এরমধ্যে রয়েছে- প্রজন্ম পরিবর্তনের মাধ্যমে প্রতি ২০ বছর অন্তর গঠনতন্ত্রে ব্যাপক সংশোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে বিকল্প ধারার দায়িত্ব হস্তান্তর করতে হবে। দলীয় কাঠামোয় বিকল্প ধারা হবে সিঙ্গেল ইউনিট পার্টি, যেখানে ব্যক্তিতান্ত্রিক নেতৃত্বের ঊর্ধ্বে ওঠে বিকল্প ধারায় সমন্বিত ও যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে কর্মসূচিভিত্তিক দল হিসাবে গড়ে তুলতে হবে। তিনটি দর্শনের ভিত্তিতে বিকল্প ধারা পরিচালিত হবে। 

এছাড়াও বিকল্প রাজনীতির দর্শনকে সবসময় প্রজন্মের সঙ্গে প্রাসঙ্গিক রাখতে হবে। রাজপথে ন্যূনতম দৃশ্যমান রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে বিকল্প ধারা। সব পর্যায়ে এবং সব ক্ষেত্রে বিকল্প ধারার রাজনৈতিক ভাষা হবে অন্তর্ভুক্তিমূলক, শান্তিময় ও সম্মানজনক। বিকল্প ধারা হবে অহিংস ও রক্তপাতহীন কর্মকাণ্ডের রাজনৈতিক সংগঠন। প্রজন্মের কাছে বিকল্প ধারাকে উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং নান্দনিক ধারার রাজনৈতিক সংগঠন হিসাবে উপস্থাপন করতে হবে। 

বিকল্প ধারাকে একটি সাংস্কৃতিক বিপ্লবের সূচনা ও নেতৃত্ব দিতে হবে। বিকল্প ধারা হবে নিজস্ব উপার্জিত অর্থে পরিচালিত একটি দল। শুধুমাত্র দলীয় সদস্যদের থেকে অনুদান গ্রহণ করা যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম