Logo
Logo
×

রাজনীতি

মানুষ সংস্কার বোঝে না, বোঝে দ্রব্যের মূল্য: গয়েশ্বর

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

মানুষ সংস্কার বোঝে না, বোঝে দ্রব্যের মূল্য: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ সংস্কার বোঝে না। মানুষ বোঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। মানুষ মাদক-সন্ত্রাসমুক্ত দেশ চায়। সংস্কারের মাঝে মানুষের অভাব মেটে না।

শনিবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহিদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়সহ বিভিন্ন অঞ্চলের মানুষ খেলা দেখতে এসেছেন। তারা যেমন খেলা শুরু জন্য উন্মুখ হয়ে আছেন, কথা শুনতে নয়। তেমনি সমগ্র দেশের মানুষ তাদের ভোটটা দিয়ে প্রমাণ করতে চান যে আমরা মুক্ত হয়েছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।

দীর্ঘ ১৬ বছরের দু:শাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি উল্লেখ করে তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র মুক্ত হয়নি। ছাত্র-জনতা বিপ্লবের শুধু সরকার পরিবর্তন ছাড়া ‘অন্য কিছুই’ বদলায়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব।

সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শহিদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশী জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে। 

এতে আরও বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, ইঞ্জিনিয়র ইশরাক হোসেন, বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতা চলছে। গত ১২ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয় অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বলে জেলা বিএনপির নেতৃবৃন্দরা জানিয়েছেন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম