এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব: মেজর হাফিজ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৪৮ এএম
অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার দুপুরে বরিশালে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এদিন মামলাটির অভিযোগ গঠনের দিন ছিল। মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।
দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা উলেখ করে বিএনপি নেতা হাফিজ আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল। অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেবে বলে আশা করি।
জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন থানায় হাফিজসহ ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলাটি করেন লালমোহন উপজেলার আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক। মামলায় আসামি করা হয় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা বাবুল বিশ্বাসকে। তাকেও আদালত খালাস দিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফরেনসিক প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায়, একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে মামলার চার্জ গঠনের দিনে দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।