শিক্ষার পরিবেশ নষ্ট করে ছাত্রদল রাজনীতি করে না: গণেশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করে কাজ করে ছাত্রদল। ছাত্রদল শিক্ষার পরিবেশ নষ্ট করে রাজনীতি করে না।
রোববার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচির আগে সংক্ষপ্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আইন উপদষ্টো আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তা করার প্রতিবাদ ও বিচারের দাবিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
এ সময় গণেশ চন্দ্র বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের বলতে চাই, ছাত্রদল নিজস্ব শক্তিতে বলীয়ান, কেউ বিভ্রান্ত হবেন না, আমরা সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, অতি দ্রুত রেড নোটিশ জারি করে পালিয়ে যাওয়া হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।