বিরোধীদলীয় সাবেক চিফ হুইফ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। মঈন উদ্দিন-ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তিন মাসের কথা বলে দুই বছর আমাদের কারাগারে রেখেছেন। অমানুষিক নির্যাতন করেছেন।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতা আরও বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে বিনিত অনুরোধ, আপনাকে আমরা সহযোগিতা করেছি। এখনো করব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেখান দিনের ভোট রাতে হবে না, মরা মানুষ আর ভোট দিতে আসবে না।
বৃহস্পতিবার বিকালে পৌর বিএনপির উদ্যোগে সেনবাগ থানা চত্বরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালিত ৭ নভেম্বার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা যখন স্মরণ করি জিয়াউর রহমানের কথা মনে পড়ে যায় আজকরে এই দিনের কথা। সেই দিন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান বাংলাদের ক্ষমতায় এসে বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়ে ছিলেন।
পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ সহিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ উপস্থিত ছিলেন।