Logo
Logo
×

রাজনীতি

মানহানির ২ মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম

মানহানির ২ মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে মানহানির অভিযোগে দায়ের হওয়া দুইটি মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা থেকেও অবমুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৪ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মানহানি মামলা দুইটি দায়ের করেন। এরপর মামলা দুটির মধ্যে ২০১৫ সালের একটি এবং ২০১৭ সালে অপর মামলাটি আদালত খারিজ করে দেন। তবে মামলা খারিজ হয়ে গেলেও ওই দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল তারেক রহমানের বিরুদ্ধে। সর্বশেষ তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে রিকল প্রদান করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রওশন জাহান তারেক রহমানকে গ্রেফতারি পরোয়ানা থেকে অবমুক্তি দেয়।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনসহ নেতারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম